রাজধানীতে বাসের ধাক্কায় নারী ও শিশু নিহত
বুধবার, ১ মে, ২০২৪ ১২:৩৪ পিএম | আপডেট: বুধবার, ১ মে, ২০২৪ ০১:৩২ পিএম
রাজধানীর মিরপুরের পূরবী সিনেমা হলের সামনের রাস্তায় বাসের ধাক্কায় এক নারী ও এক শিশু নিহত হয়েছেন। নিহতরা হলেন- মোছা. খায়রুন বেগম (৩৬) ও তার ভাতিজা মো. ইয়াসিন (০৪)।
গতকাল মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পল্লবী থানার অপারেশন অফিসার মো. আমিনুল ইসলাম জানান, আমরা জানতে পারি পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে রাস্তা পারাপারের সময় বসুমতি পরিবহন নামের একটি বাস তাদের দু’জনকে চাপা দেয়। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনায় ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে ও বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার রতনপুর গ্রামে।
আরও পড়ুন
- মৌচাক ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
- মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহত
- নভেম্বরে সড়কে ঝরল ৪৮৩ প্রাণ
- রাজধানীর বনানী-এয়ারপোর্ট রোডে তীব্র যানজট
- নারায়নগঞ্জে সিমেন্ট কারখানায় বিষ্ফোরণে দগ্ধ ৬
- পাবনায় মালবাহী ট্রাকচাপায় দুই শিক্ষার্থীসহ নিহত ৩
- সুনামগঞ্জে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, মা-মেয়ে নিহত
- খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১