বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২
শনিবার, ১১ মে, ২০২৪ ১২:১১ পিএম | আপডেট: শনিবার, ১১ মে, ২০২৪ ০১:২১ পিএম

নরসিংদীর পাঁচদোনায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোবাসের আরও তিন যাত্রী।
আজ শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনার ড্রিম হলিডে পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক আবদুস সালাম (৪৩) ও যাত্রী পিয়াল (২৬)।
স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেটের উদ্দেশে যাত্রা করে। পরে সকাল ৬টার দিকে পাঁচদোনা ড্রিম হলিডে পার্কের সামনে এলে ঢাকা অভিমুখী যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক সালাম ও পিয়াল নিহত হন। আহত হন মাইক্রোবাসে থাকা আরও তিন যাত্রী। তারা হলেন- শাকিব (২৬), আকিব (২৬) ও অমিত (২৭)।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুজনের লাশ উদ্ধার করে মাধবদী থানায় হস্তান্তর করেছি। এ ঘটনায় আরও তিনজন যাত্রী আহত হয়েছেন।
কোন বাসের সঙ্গে এ দুর্ঘটনা ঘটেছে সেটি নিশ্চিত করতে পারেননি এই কর্মকর্তা।
আরও পড়ুন
- ডিএনএ টেস্টে শনাক্ত হলো ৫ লাশের পরিচয়
- ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০
- ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত: চালক গ্রেপ্তার
- নাটোরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫
- রাজধানীতে কাভার্ডভ্যানের চাপায় নারীসহ ২ পরিচ্ছন্নকর্মী নিহত
- কক্সবাজারে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩
- দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩