বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২
শনিবার, ১১ মে, ২০২৪ ১২:১১ পিএম | আপডেট: শনিবার, ১১ মে, ২০২৪ ০১:২১ পিএম
নরসিংদীর পাঁচদোনায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোবাসের আরও তিন যাত্রী।
আজ শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনার ড্রিম হলিডে পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক আবদুস সালাম (৪৩) ও যাত্রী পিয়াল (২৬)।
স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেটের উদ্দেশে যাত্রা করে। পরে সকাল ৬টার দিকে পাঁচদোনা ড্রিম হলিডে পার্কের সামনে এলে ঢাকা অভিমুখী যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক সালাম ও পিয়াল নিহত হন। আহত হন মাইক্রোবাসে থাকা আরও তিন যাত্রী। তারা হলেন- শাকিব (২৬), আকিব (২৬) ও অমিত (২৭)।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুজনের লাশ উদ্ধার করে মাধবদী থানায় হস্তান্তর করেছি। এ ঘটনায় আরও তিনজন যাত্রী আহত হয়েছেন।
কোন বাসের সঙ্গে এ দুর্ঘটনা ঘটেছে সেটি নিশ্চিত করতে পারেননি এই কর্মকর্তা।
আরও পড়ুন
- মৌচাক ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
- মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহত
- নভেম্বরে সড়কে ঝরল ৪৮৩ প্রাণ
- রাজধানীর বনানী-এয়ারপোর্ট রোডে তীব্র যানজট
- নারায়নগঞ্জে সিমেন্ট কারখানায় বিষ্ফোরণে দগ্ধ ৬
- পাবনায় মালবাহী ট্রাকচাপায় দুই শিক্ষার্থীসহ নিহত ৩
- সুনামগঞ্জে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, মা-মেয়ে নিহত
- খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১