সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণ
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:২১ পিএম | আপডেট: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:২৪ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডের ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১২ জন আহত হয়েছে।
আজ শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ির তেঁতুলতলা এলাকায় সমুদ্র উপকূলে অবস্থিত এস এন করপোরেশন শিপ ব্রেকিং ইয়ার্ডের পাম্প রুমে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ সময় ১২ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অধিকাংশের শারীরিক অবস্থা আশঙ্কাজন।
বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ কামাল উদ্দিন।
আহত ১২ জনের মধ্যে ৮ জনের নাম পাওয়া যায়। তারা হলেন, জাহাঙ্গীর (৪৮), আহমেদ উল্লাহ (৩৮), কাশেম (৩৯), শাওন (২০), আলামিন (২৩), কলিমুল (২১), হাবিব (৩৬), বাহার (২৭), এই ইয়ার্ডটি বিশিষ্ট শিল্পপতি শওকত আলী চৌধুরীর।
এস এন করপোরেশনের ম্যানেজার এডমিন ওমর ফারুক বলেন, আমরা পরিবেশের নিয়ম মেনেই জাহাজের কাটিং করি। কিন্তু এই ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্খিত। আহতদের সু-চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয়রা বলেন, বেলা সড়ে ১১টার দিকে বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। স্থানীয় কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না ইয়ার্ড মালিকপক্ষ।
আরও পড়ুন
- ডিএনএ টেস্টে শনাক্ত হলো ৫ লাশের পরিচয়
- ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০
- ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত: চালক গ্রেপ্তার
- নাটোরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫
- রাজধানীতে কাভার্ডভ্যানের চাপায় নারীসহ ২ পরিচ্ছন্নকর্মী নিহত
- কক্সবাজারে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩
- দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩