ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, হতাহত অর্ধশতাধিক
বুধবার, ৬ নভেম্বর, ২০২৪ ১১:০১ এএম | আপডেট: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪ ১১:০১ এএম
1.jpeg)
ঢাকার ধামরাইয়ে পলাশ পরিবহন নামের একটি শ্রমিকবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত হয়েছেন। এসময় বাসে থাকা অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই জয়পুরা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস জানায়, রাতে প্রতিক সিরামিক্স নামের একটি কারখানা ছুটি শেষে পলাশ পরিবহনের একটি বাস শ্রমিকদের নিয়ে কালামপুর থেকে নবীনগরের উদ্দেশ্যে রওনা হয়। এসময় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা এলাকার আলদিন হাসপাতালে পাশে পৌঁছালে ওই শ্রমিকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ সোহেল রানা জানান, রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের উদ্ধার করে। এসময় বাসের নিচে চাপা পড়ে হেলপার নিহত হয়েছে।
এ ছাড়াও বাসে থাকা অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে। তাদের উদ্ধার করে ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- ডিএনএ টেস্টে শনাক্ত হলো ৫ লাশের পরিচয়
- ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০
- ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত: চালক গ্রেপ্তার
- নাটোরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫
- রাজধানীতে কাভার্ডভ্যানের চাপায় নারীসহ ২ পরিচ্ছন্নকর্মী নিহত
- কক্সবাজারে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩
- দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩