মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সের বাসের ধাক্কা : নিহত ৫
বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫ ০৫:৩৩ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫ ০৫:৩৩ পিএম

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে পেছন থেকে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১টায় সিরাজদিখান উপজেলার নিমতলা তালুকদার পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আফসানা আক্তার (২০), মো: বিল্লাল হোসেন (৪০), সামাদ ফকির (৫০), ড্রাইভার মো: মাহবুব হোসেন (৪০)। এছাড়া ঘটনাস্থলেই এক নারী নিহত হন, তার নাম জানা যায়নি।
জানা গেছে, দুর্ঘটনার পর গুরুতর আহতদের ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে চারজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
নিহতে আত্মীয় স্বর্ণা আক্তার জানান, ‘আমরা মাদারীপুর থেকে প্রসূতি নারী আফসানাকে নিয়ে শিশুসহ ঢাকা গ্রীন রোডে সিটি হাসপাতালে আসার পথে হঠাৎ অ্যাম্বুলেন্সে চাকা ফেটে যায়। পরে অ্যাম্বুলেন্স থেকে আমাদের কিছু লোক নেমে সাইডে দাঁড়িয়ে ছিল ও কিছু লোক ভেতর ছিল। অ্যাম্বুলেন্সে নতুন চাকা লাগানোর সময় দ্রুতগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা ওই অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এতে ড্রাইভারসহ আমাদের পাঁচজন মারা যায়। গুরুতর আহত বাকিদের ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন।’
তিনি আরো জানান, নিহত আফসানা মাদারীপুর সদর জেলার ধুপখালী গ্রাম। আর ড্রাইভারের বাড়ি রংপুরের মিঠাপুকুরে।
হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘আমাদের থানায় এক নারীর লাশ রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হবে।’
শ্রীনগরের ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত-নিহতদেরকে উদ্ধার করি। পরে তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা জানতে পারি, এ ঘটনায় চালকসহ পাঁচজন নিহত হয়েছেন।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক জানান, চারজনের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।
এই ঘটনায় আরেক নারীর লাশ ঘটনাস্থলে রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন
- ডিএনএ টেস্টে শনাক্ত হলো ৫ লাশের পরিচয়
- ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০
- ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত: চালক গ্রেপ্তার
- নাটোরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫
- রাজধানীতে কাভার্ডভ্যানের চাপায় নারীসহ ২ পরিচ্ছন্নকর্মী নিহত
- কক্সবাজারে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩
- দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩