পাকিস্তানে গাড়িতে বোমা হামলায় সহকারী কমিশনারসহ নিহত ৫
বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫ ১২:২১ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫ ১২:২১ পিএম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুন খোয়ায় একটি সরকারি গাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন।
গতকাল বুধবার (২ জুলাই) প্রদেশটির উপজাতি অধ্যুষিত বাজাউর জেলায় এ ঘটনা ঘটে। খবর আনাদোলুর।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় টার্গেট করা হয় সহকারী কমিশনারের গাড়িকে। গাড়িটি বিস্ফোরণে মৃত্যু হয় চার সরকারি কর্মকর্তার।
নিহতদের মধ্যে রয়েছেন নওগাইয়ের সহকারী কমিশনার (এসিল্যান্ড) ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল, সাব-ইন্সপেক্টর নূর হাকিম ও কনস্টেবল রশিদ। বাকি একজনের পরিচয় জানা যায়নি।
ভয়াবহ এ বোমা হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে বিস্ফোরণকে আত্মঘাতী বোমা হামলা ধারণা করা হচ্ছে।
তবে এখনো এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
জেলা পুলিশপ্রধান ওয়াকাস রফিক জানান, বাজাউর উপজাতীয় জেলার নওয়াগাই এলাকার কাছে সহকারী কমিশনার ফয়সাল ইসমাইলের সরকারি গাড়িতে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে আঘাত হানা হয়েছে।
ইসলামাবাদ-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, শুধু জুন মাসে বিশ্বের মধ্যে পাকিস্তানে জঙ্গি সহিংসতার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে।
সংস্থাটি আর বলছে, ২০২৫ সালের প্রথমার্ধের মধ্যে পাকিস্তানে সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ সময়ের মধ্যে ৫০২টি জঙ্গি হামলা রেকর্ড করা হয়েছে। এতে ৭৩৭ জন প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে ২৮৪ নিরাপত্তা কর্মী, ২৬৭ বেসামরিক ব্যক্তি, ১৮০ জঙ্গি ও ৬ জন শান্তি কমিটির সদস্য রয়েছেন।
আরও পড়ুন
- দেশত্যাগ করতে চাওয়া বিদেশিদের ভিসানীতি শিথিল করলো নেপাল
- একদিনে গাজায় অনাহারে প্রাণ গেল শিশুসহ আরও ৭ জনের
- একদিনে গাজায় আরও ৭২ ফিলস্তিনিকে হত্যা করল ইসরায়েল
- বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী
- কারফিউ উপেক্ষা করে আজও রাস্তায় নেপালের বিক্ষোভকারী তরুণরা
- নেপালে জেন-জি বিক্ষোভে নিহত বেড়ে ১৪
- নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ৫৫ জন নিহত
- ট্রাম্পবিরোধী আন্দোলনে উত্তাল ওয়াশিংটসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর