পাকিস্তানে বর্ষণে সৃষ্ট বন্যায় ১৯ জনের মৃত্যু
মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ১১:২৫ এএম | আপডেট: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ১১:২৫ এএম
পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় ১৯ জনের প্রাণহানি ঘটেছে। বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির যমজ শহরে এসব প্রাণহানির ঘটনা ঘটে। খবর ডনের।
পাকিস্তানের জাতীয় জরুরি পরিচালনা কেন্দ্র জানায়, ১০ জুলাই পর্যন্ত দেশের প্রধান নদীগুলোর জলাধার এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকবে, যা বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যার সৃষ্টি করতে পারে।
এই সতর্কতার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন।
খবরে বলা হয়, বেলুচিস্তানে গত ৪৮ ঘণ্টার ভারী বর্ষণের ফলে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং অনেকে আহত হয়েছেন বলে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। রাজ্যের প্রায় ২২টি জেলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এর আগেই ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছিল। তারা জানায়, ২২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৫টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
মৌসুমি বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে: আওয়ারান, ঝাল মাগসি, খুজদার, মুসাখাইল, কিলা সাইফুল্লাহ, বারখান, কোলু, লোরালাই এবং ঝোব ও শেরানি জেলার কিছু অংশ।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মকর্তারা বলেন, ‘উত্তর, দক্ষিণ ও মধ্য বেলুচিস্তানের অন্তত ২২টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।’
আরও পড়ুন
- অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে বন্দুক হামলায় নিহত বেড়ে ১৬
- সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের শোক
- জাপানে ফের ভয়াবহ ভূমিকম্প অনুভূত, জরুরি সতর্কতা জারি
- জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা
- আবারও ভারতকে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
- ভারতে নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ২৫, আহত ৫০
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯১৬
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়াল ৪৪০