1. »
  2. দূর্ঘটনা

ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত: চালক গ্রেপ্তার

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ ১০:৪৭ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ ১০:৪৭ এএম

ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত: চালক গ্রেপ্তার

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মহির উদ্দিনকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

গতকাল বুধবার (২৩ জুলাই) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নাটোর র‌্যাব ক্যাম্পের সদস্যরা সদর উপজেলার বামনডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে মহির উদ্দিকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার মহির উদ্দিন একই গ্রামের মমতাজ উদ্দিন ওরফে সোনা মিয়ার ছেলে।

বুধবার রাতেই তাকে বনপাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন।