বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ ৪ জনের লাশ উদ্ধার
রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ০৫:৩৭ পিএম | আপডেট: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ০৫:৩৭ পিএম

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বুড়িগঙ্গার পৃথক স্থানে লাশগুলো ভাসতে দেখা যায়।
নৌ-পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এদিন দুপুর সাড়ে ১২টায় সদরঘাট নৌ থানাধীন মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছে চার বছর বয়সী এক শিশুর লাশ ভাসতে দেখা যায়। এরপর অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়। এখনো তাদের পরিচয় জানা যায়নি।
আব্দুল্লাহ আল মামুন আরো জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিঞ্জিরার কাছে বরিশুর এলাকায় আনুমানিক ৪০ বছর বয়সী এক পুরুষ ও ৩০ বছর বয়সী এক নারীর লাশ পাওয়া যায়।
তিনি বলেন, ‘আমরা অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) জানিয়েছি, তারা প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তে কাজ করছে।’
সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো: সোহাগ রানা গণমাধ্যমকে জানান, ‘ওই নারীর আঙুলের ছাপ মুছে গেছে। আমরা বিকল্প উপায়ে ওই নারী ও শিশুর পরিচয় জানার চেষ্টা করছি।’
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, ‘অজ্ঞাত পরিচয় নারী ও পুরুষের হাত-পা বাঁধা ছিল। তাদের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন
- চার স্কুল ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার
- উপদেষ্টা আসিফের সাবেক এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সাবেক আইনমন্ত্রীর ‘বান্ধবী’ তৌফিকার অবৈধ সম্পদের পাহাড়
- প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দেন মা: পুলিশ
- আ'লীগ নেতা সাবেক এমপি কাজী নাবিলের দৌরাত্ম্য
- খাগড়াছড়িতে অপহৃত পাঁচ চবি শিক্ষার্থী মুক্ত
- ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার
- কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলে আবেদন