মোহাম্মদপুরে চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ০১:৪৪ পিএম | আপডেট: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ০১:৪৪ পিএম
রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার মামলার প্রধান আসামি আয়েশাকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পুলিশের একটি সূত্র নিশ্চিত করে যে তাকে বরিশালের নলছিটি এলাকা থেকে আটক করা হয়েছে।
জানা যায়, চার দিন আগে লায়লা আফরোজের বাসায় ঘাতক গৃহকর্মীর কাজ নেন আয়েশা। প্রতিদিন বোরকা বা মুখ ঢেকে আসা–যাওয়ার কারণে ভবনের সিসিটিভিতে তার মুখ শনাক্ত করা সম্ভব হয়নি। ফলে তার নাম–পরিচয়সহ কোনো তথ্য উদ্ধার করতে পারেনি পরিবার বা পুলিশ। নিহত লায়লা আফরোজ ও তার কিশোরী মেয়ে নাফিসাই একমাত্র ব্যক্তি ছিলেন, যারা তার চেহারা দেখেছিলেন।
গত সোমবার সকালে স্বামী আজিজুল ইসলাম কর্মস্থল উত্তরা যাওয়ার পর লায়লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে সকাল ১১টার দিকে বাসায় ফিরে দেখেন, লায়লা আফরোজ (৪৮) রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছেন। প্রধান ফটকের কাছে একমাত্র মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ (১৫) গুরুতর আহত অবস্থায় পড়ে ছিল। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, গৃহকর্মী সকাল ৭টা ৫১ মিনিটে বাসায় ঢোকে এবং ৯টা ৩৫ মিনিটে নাফিসার স্কুলড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যায়। সঙ্গে নিয়ে যায় একটি মুঠোফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ বেশ কিছু মালামাল।
ঘটনার পর অজ্ঞাতপরিচয় ওই নারীকে একমাত্র আসামি করে সোমবার রাতে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন আজিজুল ইসলাম।
পুলিশ জানায়, ঘটনাস্থলের এক নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে তারা। তিনি জানান, চার দিন আগে কাজের খোঁজে আসা ওই নারীকে লায়লা আফরোজের পরিবারের অনুরোধে তিনি বাসায় তুলে দেন। তবে তার সঙ্গে আগে কোনো পরিচয় ছিল না।
আরও পড়ুন
- ভেড়ামারায় কৃষককে গুলি করে হত্যা, আহত ১
- আইনশৃঙ্খলার অবনতি, খুলনায় বাড়ছে খুন, চাঁদাবাজি
- শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে ধর্ষণ, আটক ১৮
- সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার
- বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ ৪ জনের লাশ উদ্ধার
- চার স্কুল ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার
- উপদেষ্টা আসিফের সাবেক এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সাবেক আইনমন্ত্রীর ‘বান্ধবী’ তৌফিকার অবৈধ সম্পদের পাহাড়