চট্রগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন দগ্ধ
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:৫৪ পিএম | আপডেট: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:৫৪ পিএম
চট্টগ্রামের চন্দনাইশে একটি গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ ঘটেছে। এতে গুদামের আশপাশে থাকা ১০ জন দগ্ধ হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে চন্দনাইশে উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বুধবার ভোরে চরপাড়ার ওই সিলিন্ডারের গুদামে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে গুদামে আশপাশে থাকা ১০ জন দগ্ধ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গুদামে গ্যাস সিলিন্ডারের বোতল আনলোড করা হচ্ছিল। এ সময় এক শ্রমিক সিগারেট খেলে হঠাৎ আগুন ধরে সিলিন্ডার বিস্ফোরিত হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, দগ্ধ ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন
- পাবনায় মালবাহী ট্রাকচাপায় দুই শিক্ষার্থীসহ নিহত ৩
- সুনামগঞ্জে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, মা-মেয়ে নিহত
- খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১
- মিরপুরের অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ ১৩ জন
- কুমিল্লায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু
- কুমিল্লায় চলন্ত প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, নিহত ৪
- ডিএনএ টেস্টে শনাক্ত হলো ৫ লাশের পরিচয়
- ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০