দেশের অচলাবস্থা কাটাতে 'শান্তির প্রতীক' ধানের শীষে ভোট দিন: লায়ন হারুন
বিডি প্রেস ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫ ০১:২৯ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫ ০১:৩৫ পিএম
শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্নে ফরিদগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে এসে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কঠোর বার্তা দিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ। তিনি বিগত ১৭ বছরে সৃষ্ট "অচল অবস্থা" থেকে মুক্তি পেতে সাধারণ মানুষকে বিএনপি'র নির্বাচনী প্রতীক 'ধানের শীষে' ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
গতকাল (অক্টোবর ০১) মহা নবমীর দিনে লায়ন মো. হারুনুর রশিদ ফরিদগঞ্জ উপজেলা সদরের শ্রী শ্রী লক্ষী নারায়ণ জিওর আকড়া, দাসপাড়া যুবসংঘ, দক্ষিণ ধানুয়া গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির ও রুপসা দুর্গোৎসব পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় সাবেক এমপি হারুনুর রশিদ বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর সালাম ও শুভেচ্ছা উপস্থিত সকলের কাছে পৌঁছে দেন।
তিনি জানান, "বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলের সকল নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন পূজামণ্ডপের নিয়মিত খোঁজখবর রাখার জন্য, যাতে কোনো 'কুচক্রী মহল' সামান্যতম বিশৃঙ্খলা ঘটাতে না পারে।" তিনি যোগ করেন, তাঁরা নেতার নির্দেশ পালন করছেন এবং প্রশাসনের পাশাপাশি সার্বিক নিরাপত্তা বিষয়ে খোঁজখবর রাখছেন।
দেশের বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতির সমালোচনামূলক চিত্র তুলে ধরে লায়ন মো. হারুনুর রশিদ বলেন, বিগত দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষ ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে মেধাভিত্তিক চাকরি-বাকরি সহ সকল দিক থেকে বঞ্চিত।
তিনি দৃঢ়তার সাথে বলেন, "আর্থিক অবস্থাসহ সর্বক্ষেত্রে অচল অবস্থায় মানুষ এখন দুঃসহ জীবন যাপন করছে।"
এই প্রতিকূল পরিস্থিতি থেকে দেশকে বের করে আনার একমাত্র পথ হিসেবে তিনি বিএনপি'র প্রতীককে তুলে ধরেন। সাবেক এই সংসদ সদস্য ঘোষণা করেন, "দেশের অবস্থার পরিবর্তন ঘটাতে হলে সকল ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষ শান্তি প্রতীক।"
এই সময় লায়ন হারুনুর রশিদের সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও পৌর বিএনপি নেতা নাসির পাটওয়ারী, যুবদল নেতা মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের ফজলুর রহমান, বিএনপি নেতা এম এ টুটুল পাটোয়ারী সহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আরও পড়ুন
- প্রাণীপ্রেমী রুহুলের পাশে দাঁড়ালেন তারেক রহমান
- মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা
- বিজয় দিবসে বিএনপির কর্মসূচি
- ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে
- ওসমান হাদিক বিদেশে নেওয়ার প্রস্তুতি
- হাদির ঘটনার পুনরাবৃত্তি হতে পারে : মির্জা ফখরুল
- মহতুল হোসাইনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
- হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার