অন্তর্বর্তী সরকার যথেষ্ট আন্তরিক, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: হুমায়ুন কবির
বিডি প্রেস ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫ ০১:৪৭ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫ ০১:৪৭ পিএম
আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, উনি যখন আসবেন তখন দিনক্ষণ জানাবেন, দলও জানাবে। তারিখ যখন নির্ধারিত হবে আপনারা জানতে পারবেন।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আরেক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ওনার (তারেক রহমান) নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে। তিনি নেতৃত্ব দেবেন, সুতরাং ওনার আসা স্বাভাবিক। উনি যখন আসবেন দল থেকে জানানো হবে দিন-তারিখ।
সংসদ নির্বাচন নিয়ে তিনি আরও বলেন, কোনো শঙ্কা নেই। অন্তর্বর্তী সরকার যথেষ্ট আন্তরিক আছে সময়েই নির্বাচন আয়োজনের জন্য। ইনশাআল্লাহ, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।
নিউইয়র্কে আওয়ামী লীগের হামলা সম্পর্কে তিনি আরও বলেন, এটা দেশের ভাবমূর্তি নষ্ট করে না। এটা প্রমাণ করে, কেন এদের কার্যক্রম বাংলাদেশে স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন
- সন্ত্রাসী-চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারে না : রিজভি
- মনোনয়নপ্রত্যাশীদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের
- আজ পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান
- আজ পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান
- দৌলতপুরে ধানের শীষের পক্ষে সজীবের ভ্যান শোভাযাত্রা
- ওমরাহ পালনে সপরিবারে সৌদি যাচ্ছেন তারেক রহমান
- নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান : সালাহউদ্দিন আহমেদ
- সেন্টমার্টিনে অসহায় জেলে পরিবারের পাশে তারেক রহমান