1. »
  2. দূর্ঘটনা

কুমিল্লায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ ১০:৪৫ এএম | আপডেট: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ ১০:৪৫ এএম

কুমিল্লায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

কুমিল্লার হোমনায় বজ্রপাতে ৩ জন মারা যাওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল রোববার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের খেয়া ঘাটে এ ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।

নিহতরা হলেন- উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের নালা দক্ষিণ এলাকার মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩০) জাকিয়া আক্তার (২৫), উপজেলার খোদা দাউদপুর এলাকার মোঃ রাশেদ (২২) সে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার প্রণয় কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, দুই নারীর মৃত্যু হলেও গুরুতর আহত অবস্থায় এক শিক্ষার্থীকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, রোববার বিকেল সাড়ে তিনটার দিকে বেশ কিছু লোক উজানচর-ঘাগুটিয়া খেয়া ঘাটে নদী পারাপারের জন্য অপেক্ষা করছিল। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বিদ্যুৎ চমকাতে থাকে। এতে বজ্রপাতে দুই নারী এবং ওই শিক্ষার্থী গুরুতর আহত হয়। এ সময় ঘটনাস্থলে দুই নারীর মৃত্যু হলেও গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনাটি ঘটে। ঘটনার সময় ওই ৩ জন উজানচর-ভবানীপুর নৌকাঘাটে পারাপারের জন্য অপেক্ষা করছিলেন।

তিনি আরও বলেন, মৃতদের মধ্যে দুজন নারী ও একজন যুবক রয়েছেন। ওই দুই নারীর বাড়ি হোমনার নালা দক্ষিণ গ্রামে আর ওই যুবকের বাড়ি একই উপজেলার দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দিতে।