ক্ষমতায় আসলে নারী উন্নয়নে বিশেষ পরিকল্পনা নিবে বিএনপি : লায়ন হারুনুর
শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫ ০৪:৪০ পিএম | আপডেট: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫ ০৪:৪০ পিএম

ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলাদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে নারীদের অর্থনৈতিক উন্নয়নে বিশেষভাবে কাজ করবে বিএনপি।
গতকাল বৃহষ্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে ৩নং ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলাদলের আয়োজনে এই সমাবেশে তিনি এ কথা বলেন ।
লায়ন হারুন বলেন, এদেশের অর্ধেক জনগোষ্ঠী আমাদের মা-বোনরা। আমাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও যেহেতু একজন নারী। তাই তিনি জানেন, এদেশের নারীদের ভাগ্যোন্ননে কী কী কাজ করতে হবে। কারণ দেশের সামষ্ঠিক অর্থনৈতিক উন্নয়নে নারীদের অবদান না থাকলে আমরা কখনই এগুতে পারবো না। আমাদের বৈদেশিক মুদ্রার অন্যতম আয়ের উৎস পোষাক রপ্তানির পিছনে লক্ষ লক্ষ মা-বোনরা রয়েছেন।
তিনি বলেন, এখন গ্রামের নারীরাও প্রযুক্তির সহয়তা নিয়ে দেশের ও নিজের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারলে অবশ্যই নারীদের উন্নয়নে বিশেষ করে তাদের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে বিশেষ পরিকল্পনা নিবে বিএনপি। আপনারা যারা এখানে জাতীয়তাবাদী মহিলাদলের নেতৃবৃন্দ ও সমর্থক রয়েছেন, তাদের প্রতি আহ্বান প্রতিটি ঘরে ঘরে গিয়ে মা বোনদের বোঝান এবং আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোটদানের আহবান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম পাটওয়ারী, জেলা যুবদল সদস্য ফজলুর রহমান, সোহেল খান প্রমুখ।
আরও পড়ুন
- চুয়াডাঙ্গার ‘গোল্ড মেডেল’ বিজয়ী জিহাদের সাথে সাক্ষাৎ করবে ‘আমরা বিএনপি পরিবার’
- গরু ছাড়াই ঘানি টানা সেই প্রবীণ দম্পতির পাশে দাঁড়ালেন তারেক রহমান
- স্বৈরাচার বিরোধী আন্দোলনে জেহাদ একটি অবিস্মরণীয় নাম : তারেক রহমান
- শহিদুল আলমকে নিরাপদে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের
- বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- বিএনপি চাঁদাবাজি করে এমন ধারণা জনগণের থাকুক, এমনটাই চায় অন্তর্বর্তী সরকার
- 'ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে মানুষের বিরাগভাজন হলে আমাদের কিছু করার নাই'
- আমাদের দৃঢ় বিশ্বাস বিএনপি একা সরকার গঠন করবে: তারেক রহমান