মিরপুর অগ্নিকাণ্ডে নিহত পরিবারপ্রতি এক লাখ টাকা অনুদান দেবে বিএনপি
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ ০১:৩১ পিএম | আপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ ০১:৩১ পিএম

রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রতিটি পরিবারের জন্য এক লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আরও ১২টি ইউনিট যোগ দেয়। রাত পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস এবং এখনোও ১৩ জন নিখোঁজ বলে দাবি করছে হতাহত পরিবার।
গতকাল রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিহতদের পরিবারপ্রতি এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, ‘এই ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে, কিন্তু কারণ অনুসন্ধান ও প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারেক রহমান ঘটনাটি শুনে গভীর শোক প্রকাশ করেছেন।’
রিজভী আরও বলেন, ‘একটি আবাসিক এলাকার মধ্যে কীভাবে এমন কারখানা স্থাপন করা হলো, সেটি প্রশ্নের বিষয়। এখানে স্পষ্ট অবহেলা রয়েছে।’
এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল মঙ্গলবার তার ভেরিফাইড ফেসবুক পেজে শোক প্রকাশ করেন।
কেন বারবার এমন এমন ঘটনা ঘটে তার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান তিনি।
আরও পড়ুন
- পিআর নিয়ে আন্দোলনের মাধ্যমে নির্বাচন বিলম্বের চেষ্টা চলছে : মির্জা ফখরুল
- চুয়াডাঙ্গার ‘গোল্ড মেডেল’ বিজয়ী জিহাদের সাথে সাক্ষাৎ করবে ‘আমরা বিএনপি পরিবার’
- ক্ষমতায় আসলে নারী উন্নয়নে বিশেষ পরিকল্পনা নিবে বিএনপি : লায়ন হারুনুর
- গরু ছাড়াই ঘানি টানা সেই প্রবীণ দম্পতির পাশে দাঁড়ালেন তারেক রহমান
- স্বৈরাচার বিরোধী আন্দোলনে জেহাদ একটি অবিস্মরণীয় নাম : তারেক রহমান
- শহিদুল আলমকে নিরাপদে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের
- বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- বিএনপি চাঁদাবাজি করে এমন ধারণা জনগণের থাকুক, এমনটাই চায় অন্তর্বর্তী সরকার