বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু
শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ০৪:২৮ পিএম | আপডেট: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ০৪:২৮ পিএম
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে শুক্রবার (১৪ নভেম্বর) থেকে নির্বাচনী প্রচারণা চালাবেন দিনাজপুর জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনাজপুরের সদরে অবস্থিত শিশু একাডেমিতে আয়োজিত জরুরি সভায় এই ঘোষণা দেয় জেলা বিএনপি।
এ সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়—বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনি প্রচারণা আগামীকাল থেকে শুরু করা। একই দিনে প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফা বিষয়ক লিফলেট বিতরণ করা হবে। আগামী কয়েক দিনের মধ্যে সকল অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে নিয়ে আরেকটি সভার আয়োজন করা হবে।
সভায় ডা. জাহিদ হোসেন বলেন, নির্বাচনের দিন গণভোট ও সংসদ নির্বাচন একসঙ্গে মিলিয়ে আয়োজন করার ঘোষণা দেওয়া হয়েছে, যা জনআকাঙ্ক্ষার প্রতিফলন।
তিনি বলেন, এই উদ্যোগে সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হবে।
তিনি আরও বলেন, তরুণ ভোটারদের বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে—১২ কোটি ভোটারের মধ্যে প্রায় ৪ কোটি তরুণ। তাই তাদের কাছে কীভাবে পৌঁছানো যায়, সে দিকে মনোযোগ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
- নির্বাচনের জন্য অপেক্ষা করছে দেশের মানুষ : আমীর খসরু
- বেতার শিল্পী আফরোজা নিজামী’র পাশে তারেক রহমান
- শৈলকূপা’র সেই প্রতিবন্ধী নাজনীনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন
- বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক
- ভোট হলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না, জামায়াতকে মির্জা ফখরুল
- জুলাই সনদের বাইরে গিয়ে সিদ্ধান্ত ঘোষণা করলে দায় সরকারের : বিএনপি
- ক্যান্সার আক্রান্ত মা ও তার পঙ্গু ছেলের পাশে দাঁড়ালেন তারেক রহমান