1. »
  2. জাতীয়

নির্বাচনে দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করার আহ্বান দুদক চেয়ারম্যানের

মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ১২:৫৫ পিএম | আপডেট: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ১২:৫৫ পিএম

নির্বাচনে দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করার আহ্বান দুদক চেয়ারম্যানের

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের বর্জন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভোটাররা যদি দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের প্রত্যাখ্যান করেন, তবে দেশে দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে—এমনকি একসময় দুদকেরও প্রয়োজন ফুরিয়ে যেতে পারে।

মঙ্গলবার সকালে আন্তর্জাতিক দুর্নীতি-বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

দুদক চেয়ারম্যান বলেন, সমাজের প্রতিটি স্তরে দুর্নীতির বিস্তার রয়েছে, যা পুরোপুরি নির্মূল করা কঠিন। এ পরিস্থিতিতে তরুণদের সাহসী ভূমিকা রাখার অনুরোধ করেন তিনি।

তিনি আরও বলেন, “দুর্নীতিবাজদের যেন প্রতিদিনই উৎসব। কিন্তু দুর্নীতি-বিরোধীদের এক দিনের সচেতনতা যথেষ্ট নয়—এদের লাগাম টানতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

সকালে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে দুদক ও অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুর্নীতি-বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দুদক কমিশনার মিঞা মুহাম্মাদ আলী আকবর আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদসহ দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংক্ষিপ্ত, আরো সাংবাদিকতা-স্টাইল, বা অন্য টোনে চাইলে জানাতে পারেন।