1. »
  2. দূর্ঘটনা
মালবাহী ট্রাক উল্টে

রাজধানীর বনানী-এয়ারপোর্ট রোডে তীব্র যানজট

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ১১:১৫ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ১১:১৫ এএম

রাজধানীর বনানী-এয়ারপোর্ট রোডে তীব্র যানজট

রাজধানীর খিলখেত নিকুঞ্জ আবাসিক এলাকার সামনে একটি মালবাহী ট্রাক উল্টে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে অত্যন্ত ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু ও অফিসগামী সাধারণ মানুষ।

আজ বৃহস্পতিবার সকার ৬টার পরে ট্রাকটি উলটে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। 

সকাল ৮টা ৫৩ মিনিটে গুলশান ট্রাফিক বিভাগের পোস্টে জানানো হয়, নিকুঞ্জ-১ এর আউটগোয়িং এ একটি লোডেড ট্রাক উল্টে যাওয়ার কারণে রাস্তায় যানবাহন চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। দ্রুত সরানোর কার্যক্রম চলমান রয়েছে। 

সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ৯ টায় রাজধানীর এয়ারপোর্ট রোডের এক লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে যা একদিকে প্রায় বনানী পর্যন্ত পৌঁছে যায়। অন্যদিকে মিরপুর কালশী মোড়, ইসিবি চত্বরেও চান চলাচল বন্ধ প্রায়। তীব্র যানজটে রাস্তার ওয়াক ওয়েতে বাইকসহ ছোট ছোট যানবাহন উঠে গেছে। এতে পথিকরা হেঁটে চলাচলেও বাধা পাচ্ছেন।

সকাল সাড়ে ৯টার দিকে উল্টে যাওয়া ট্রাকটি সরানো হয়েছে বলে গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে জানানো হয়েছে। 

পরে সকাল সাড়ে ৯টা আরেক পোস্টে বলা হয়, উল্টে যাওয়া ট্রাক সরানো হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করার জন্য ট্রাফিক পুলিশ সদস্যগণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।