রাজধানীতে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৩ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৩ পিএম
রাজধানীর হাজারীবাগে নারী হোস্টেল থেকে ধানমন্ডি শাখার এনসিপির নারী নেত্রী জান্নাত আরা রুমীর (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাবার নাম মো. জাকির হোসেন।
আজ বৃহস্পতিবার জিগাতলা জান্নাত নারী হোস্টেলে পঞ্চম তলা ভবনের পঞ্চম তলার রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয় নিশ্চিত করেন হাজারীবাগ থানার উপপরিদর্শক এসআই মো. কামরুজ্জামান গণমাধ্যমে জানান, সকালে সংবাদ পেয়ে আমরা জিগাতলা জান্নাত নারী হোস্টেলে পঞ্চম তলা ভবনের পঞ্চম তলা রুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হবে।
তিনি বলেন, যতটুকু শুনেছি মৃতা জান্নাত আরা এনসিপির ধানমন্ডি শাখার নারী নেত্রী। তদন্তসাপেক্ষে আসল ঘটনা বের হবে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।
জানা গেছে, জান্নাতির পূর্বে ২ বার বিয়ে হয়ে ডিভোর্স হয়েছিল। বর্তমানে তিনি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরাশোনায় করতেন না। সে ঢাকা অবস্থান করে এনসিপির রাজনৈতিক কার্যক্রমে সংযুক্ত ছিলেন।
আরও পড়ুন
- ২৫ ডিসেম্বর দেশে ফিরব, দয়া করে কেউ এয়ারপোর্টে ভিড় করবেন না
- প্রাণীপ্রেমী রুহুলের পাশে দাঁড়ালেন তারেক রহমান
- মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা
- বিজয় দিবসে বিএনপির কর্মসূচি
- ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে
- ওসমান হাদিক বিদেশে নেওয়ার প্রস্তুতি
- হাদির ঘটনার পুনরাবৃত্তি হতে পারে : মির্জা ফখরুল
- মহতুল হোসাইনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক