1. »
  2. রাজনীতি

তারেক রহমান গুলশানের বাসার নিরাপত্তা জোরদার

শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ০১:০৫ পিএম | আপডেট: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ০১:০৫ পিএম

তারেক রহমান গুলশানের বাসার নিরাপত্তা জোরদার

গতকাল দেশে ফিরে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ বাসায় পরিবারসহ অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নিরাপত্তা নিশ্চিতে যৌথবাহিনীর উদ্যোগে তার বাসস্থান গুলশানের ১৯৬ নম্বর বাসা, জিয়া উদ্যান ও শহীদ স্মৃতিসৌধে নিরাপত্তা জোরদার করা করা হয়েছে।

আজ (২৬ ডিসেম্বর) শুক্রবার যা মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ দিন। তাই তারেক রহমান জুমার নামাজের জন্য মসজিদে যাবেন বলে জানা যাচ্ছে। এজন্য তার নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসার আশেপাশে অবস্থান করছেন। আজ সকাল থেকে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। 

এদিন তিনি জুমার নামাজ শেষে বাবা শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারতে যাবেন। এজন্য জিয়া উদ্যানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে সরকার। এরপর তিনি ঢাকা সাভারে অবস্থিত শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য যাবেন। সেখানেও গতকাল থেকেই পুলিশ, বিজিবি, আনসার, সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। 

 ইতোমধ্যে  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার ও স্মৃতিসৌধ স্থলে জনসমাগম কমাতে ও নিরাপত্তা বজায়ে রাখতে সাধারণ মানুষের প্রবেশে বন্ধ করা হয়েছে। 

তারেক রহমানের আগমন উপলক্ষ্যে ভোর থেকেই জিয়া উদ্যান ও স্মৃতিসৌধে অবস্থান নিয়েছে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। তারা তারেক রহমানকে স্বাগত জানাতে ও তাঁকে নিজের চোখে দেখতে চান বলে আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। সময় যত বাড়ছে তারেক রহমানকে সরাসরি এক নজর দেখার উদ্দেশ্যে লোকসমাগম বাড়ছে।