1. »
  2. রাজনীতি

ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান

রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:২০ পিএম | আপডেট: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:২০ পিএম

ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান

রাজধানীর ঢাকার ১৭ আসন থেকে আগামী ত্রয়োদশ নির্বাচনে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে রহমান। 

আজ রোববার তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।
জানা গেছে, আগামীকাল (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। 
এই আসনে বিএনপির জোটসঙ্গী হিসেবে বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমানের নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল। এখন এই আসন ছেড়ে ভোলা থেকে নির্বাচন করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।

এর আগে গতকাল তারেক রহমান ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন অফিসে গিয়ে ভোটার তালিকায় নিজের নাম নিবন্ধন করেন। সেখানে তিনি তার মা বেগম খালেদা জিয়ার বর্তমান ঠিকানা গুলশান ২ এর ফিরোজার ঠিকানায় ভোটার হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই দিনে ভোটার তালিকায় নাম লেখান কন্যা ব্যারিস্টার জেইমা রহমান। 

আর আগে তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে ভোট করার সিদ্ধান্ত নেন। এবং তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন বগুড়া জেলার সিনিয়র নেতাকর্মীরা। 

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর রাজসিক প্রত্যাবর্তন করেন তারেক রহমান। তার আগমন ঘিরে রাজধানী ঢাকায় জড়ো হন লাখ লাখ মানুষ। পরে তিনি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন। সেখানে তিনি দেশে শান্তির আহ্বান জানান। পরে মা বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান। সেখান থেকে সরাসরি নিজ বাসায় রাত্রী যাপন করেন। পরদিন বাবা শহীদ জিয়াউর রহমানের মাজারে দোয়া করতে জিয়া উদ্যানে যান। দোয়া শেষে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে যান। এরপর শনিবার তিনি জুলাই যোদ্ধা ওসমান হাদীর করব জিয়ারতে যান। সেখানে কবি নজরুলের করবর জিয়ারত করেন। এরপর জাতীয় পরিচয়পত্রে নাম লিখাতে নির্বাচন অফিসে যান। পরে তিনি শ্বশুর এডমিরাল মাহবুব আলী খান ও ভাই আরাফাত রহমান কোকোর করব জিয়ারত করেন।