ভারতের সাথে বিএনপির চুক্তি একটি অপপ্রচার : মাহদী আমিন
শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬ ০৩:০৩ পিএম | আপডেট: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬ ০৩:০৩ পিএম
ভারতের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চুক্তির মিথ্যা প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
আজ শনিবার সকালে গুলশানে ৯০ নম্বর রোডের নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাহদী আমিন।
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বিএনপির যে চুক্তির কথা বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে অপপ্রচার। গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে আমরা বুঝি, এখানে ইতিবাচক রাজনীতি হবে। কোনো অপকৌশল, অপপ্রচার, অপরাজনীতি হওয়া উচিত না।
তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দলের প্রভাবশালী এক নেতা ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে যে দাবিটি করেছেন, তার স্বপক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। আর কোনো প্রমাণ উপস্থাপন করতে পারবেনও না। কারণ যে তথ্য মিডিয়ায় এসেছে বলে তিনি দাবি করেছেন, সেটির ন্যূনতম কোনো সত্যতা নাই।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন জানান, ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে আজ শনিবার দুপুর ২টায় গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন তারেক রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
‘ফ্যামিলি কার্ড’-এর নামে অনেক এলাকায় টাকা উত্তলোন করতে দেখা যাচ্ছে, এ বিষয়ে দলের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, “আমরা আগে বলেছি ‘ফ্যামিলি কার্ড’ বা ‘কৃষি কার্ডের’ নামে যদি কেউ কারো কাছে টাকা চান, সেটি অনাকাঙ্ক্ষিত। আর এটি যদি কার্ডগুলোকে বিতর্কিত করতে কেউ করে থাকেন সেটি অপ্রত্যাশিত।
আরও পড়ুন
- সময় এসেছে পরিবর্তনের, ঐক্যবদ্ধ থাকলে দেশ বদলানো সম্ভব: তারেক রহমান
- চট্টগ্রাম হবে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যিক হাব: আমির খশরু
- দেশের নীতিনির্ধারণে অংশ নিতে যুবসমাজ পুরোপুরি প্রস্তুত : তারেক রহমান
- তারেক রহমানের অপেক্ষায় পলোগ্রাউন্ড মাঠ, নেতাকর্মীদের ঢল
- জামায়াত-আমেরিকার আঁতাত দেশের জন্য ক্ষতিকর : মির্জা ফখরুল
- আজ চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান, কাল পলোগ্রাউন্ডে মহাসমাবেশ
- তারেক রহমানের বিরুদ্ধে এনসিপি অভিযোগ মিথ্যা : রিজভী
- আজ আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী