চট্টগ্রাম হবে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যিক হাব: আমির খশরু
রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬ ০২:৩১ পিএম | আপডেট: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬ ০২:৩১ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খশরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে এবং এটিই হবে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যিক হাব।
আজ রবিবার চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আমির খশরু মাহমুদ চৌধুরী বলেন, “আজ আবারও বেগম খালেদা জিয়ার কথা মনে পড়ে যাচ্ছে। তাঁর সর্বশেষ জনসভায়ও এমন জনসমাগম দেখা গিয়েছিল।”
তিনি বলেন, “এই চট্টগ্রাম থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাই এখান থেকেই ধানের শীষের সুনামি শুরু হবে।”
বিএনপির দর্শন তুলে ধরে তিনি বলেন, “বিএনপি গণতন্ত্রের মুদ্রার এ পিঠ ও ও পিঠ। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। বিএনপির চিন্তা শুধু রাজনৈতিক গণতন্ত্র নয়, অর্থনৈতিক গণতন্ত্রও—বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে উন্নয়নের পথে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।”
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার বিষয়ে তিনি বলেন, “অনেকে শুধু ঘোষণা দেন যে চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানী। বিএনপি চট্টগ্রামকে এমনভাবে গড়ে তুলবে যে আলাদা করে ঘোষণা দেওয়ার প্রয়োজন হবে না। বাংলাদেশের মানুষ নিজেরাই অনুভব করবে—এটাই দেশের বাণিজ্যিক হাব। চট্টগ্রামকে আমরা আন্তর্জাতিক বাণিজ্যিক হাবে রূপান্তর করব।”
আরও পড়ুন
- সময় এসেছে পরিবর্তনের, ঐক্যবদ্ধ থাকলে দেশ বদলানো সম্ভব: তারেক রহমান
- দেশের নীতিনির্ধারণে অংশ নিতে যুবসমাজ পুরোপুরি প্রস্তুত : তারেক রহমান
- তারেক রহমানের অপেক্ষায় পলোগ্রাউন্ড মাঠ, নেতাকর্মীদের ঢল
- জামায়াত-আমেরিকার আঁতাত দেশের জন্য ক্ষতিকর : মির্জা ফখরুল
- ভারতের সাথে বিএনপির চুক্তি একটি অপপ্রচার : মাহদী আমিন
- আজ চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান, কাল পলোগ্রাউন্ডে মহাসমাবেশ
- তারেক রহমানের বিরুদ্ধে এনসিপি অভিযোগ মিথ্যা : রিজভী
- আজ আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী