1. »
  2. রাজনীতি

তারেক রহমানের অপেক্ষায় পলোগ্রাউন্ড মাঠ, নেতাকর্মীদের ঢল

রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬ ১১:০২ এএম | আপডেট: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬ ১২:১৩ পিএম

তারেক রহমানের অপেক্ষায় পলোগ্রাউন্ড মাঠ, নেতাকর্মীদের ঢল

চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশকে ঘিরে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। সকাল ৭টা ৩০ মিনিটের মধ্যেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। 

আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এ সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সমাবেশস্থলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘদিন পর তাঁকে এক নজর দেখার সুযোগ পেয়ে অনেককে আবেগাপ্লুত হতে দেখা গেছে। 

ভোর থেকেই চট্টগ্রাম নগরীসহ আশপাশের জেলা ও উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। পাশাপাশি অন্যান্য জেলা থেকেও অনেকে গতকাল থেকেই চট্টগ্রামে অবস্থান করছেন।

সমাবেশে আগত নেতাকর্মীদের হাতে ধানের শীষ প্রতীকসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা গেছে। নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিও লক্ষণীয়।

সমাবেশে অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই সরাসরি তারেক রহমানের বক্তব্য শোনার আগ্রহ থেকে এসেছেন। আবার কেউ কেউ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা থেকেই তাঁদের পুত্র তারেক রহমানকে দেখতে সমাবেশে যোগ দিয়েছেন।

এদিকে মহাসমাবেশকে ঘিরে চট্টগ্রাম নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমাবেশস্থলে প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে বলে জানা গেছে।

সার্বিকভাবে চট্টগ্রামজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং পলোগ্রাউন্ড মাঠে মানুষের ঢল অব্যাহত রয়েছে।

দলীয় সূত্র জানায়, রবিবার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের একটি হোটেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তরুণদের সঙ্গে একটি পলিসি ডায়ালগে অংশ নেবেন। পরে বেলা সাড়ে ১১টায় তিনি পলোগ্রাউন্ড মাঠের মহাসমাবেশে যোগ দেবেন। চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কর্মসূচিও রয়েছে।