1. »
  2. সমগ্র দেশ

রাজশাহীতে ট্রেনের চাকা ফেটে বগি লাইনচ্যুত

সোমবার, ৫ মে, ২০২৫ ১০:৪৩ এএম | আপডেট: সোমবার, ৫ মে, ২০২৫ ১০:৪৩ এএম

রাজশাহীতে ট্রেনের চাকা ফেটে বগি লাইনচ্যুত

বিকট শব্দে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইচ্যুত হয়েছে। ট্রেনটি বগির একটি চাকা ফেটে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। 

আজ সোমবার (৫ মে) সকাল সাতটার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। বগিটি উদ্ধারে কাজ চলছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬টায় বনলতা এক্সপ্রেস ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে। সকাল ৭টার দিকে রাজশাহী স্টেশনে আসার পর বিকট শব্দ হয়। পরে দেখা যায় ট্রেনটি ‘ঠ’ বগির একটি চাকা লাইনচ্যুত হয়েছে।

রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক শহীদুল ইসলাম বলেন, ট্রেনটি স্টেশনে প্রবেশের পর ‘ঠ’ বগির একটি চাকা ফেটে এ ঘটনা ঘটেছে। বগিটি উদ্ধারে কাজ চলছে।