বেতন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নারী কর্মচারীকে জামায়াত কর্মীর ধর্ষণ
রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ১২:০৯ পিএম | আপডেট: রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ১২:০৯ পিএম

মাগুরার মহম্মদপুর উপজেলায় বকেয়া বেতন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নারী হোটেল কর্মচারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হোটেল মালিক হারুন ফকিরের (৪৫) বিরুদ্ধে।
গত শুক্রবার (১১ জুলাই) উপজেলা সদরের পেট্রোল পাম্প এলাকার পুলিশের সাবেক ডিআইজি আলতাফ হোসেন মোল্যার বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে শুক্রবার মহম্মদপুর থানায় ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্ত হোটেল মালিক হারুন জামায়াতে ইসলামীর কর্মী এবং উপজেলা সদরের ধোয়াইল পূর্বপাড়ার তফেজ ফকিরের ছেলে।
ভুক্তভোগী নারী মহম্মদপুর সদরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে হারুনের খাবার হোটেলে দৈনিক ৩০০ টাকা বেতনে কাজ করতেন। হোটেল মালিক হারুনের কাছে তিনি দুই দিনের ৬০০ টাকা পেতেন। শুক্রবার বিকালে সেই টাকা দেওয়ার কথা বলে ওই কর্মীকে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে হারুন তাকে ধর্ষণ করে। এ কথা কাউকে জানালে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।
মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির কবির হোসেন বলেন, অভিযুক্ত হারুন জামায়াতে ইসলামীর কোনো কমিটিতে নেই।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান রবিবার সকালে ঢাকা পোস্টকে বলেন, ধর্ষণের ঘটনায় থানায় ধর্ষণ মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।
আরও পড়ুন
- টঙ্গীতে ড্রেনে পড়ে নারী নিখোঁজের ৩৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
- কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ৬০ কিমি. বেগে ঝড়ের আভাস
- রাঙামাটির পাহাড়ে গোলাগুলি, চলছে সেনাবাহিনীর অভিযান
- সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা
- প্রথমে পুলিশ নিয়ে বাসায়, হুমকি দিয়ে ১০ লাখ টাকা নেন বৈষম্যবিরোধী নেতারা
- মাইলস্টোন ট্র্যাজেডি: মৃত্যুর কাছে হার মানলো সপ্তম শ্রেণির শিক্ষার্থী আয়ানও
- আশুলিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে দোকানে আটকে পালাক্রমে ধর্ষণ, আটক ৩
- দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস