খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট
মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ ১২:১৬ পিএম | আপডেট: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ ১২:১৬ পিএম

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করায় রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি গেট (জলকপাট) গতকাল সোমবার রাত ১২টা ২ মিনিটে খুলে দেওয়া হয়েছে।
কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৬টি গেটে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে।
কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, হ্রদে পানির চাপ বাড়ায় আজ মঙ্গলবার সকাল ৯টায় কাপ্তাই বাঁধের সব কটি গেট খুলে দেওয়ার কথা ছিল। তবে দ্রুত পানি বেড়ে যাওয়ায় রাতেই গেট খুলে দেওয়া হয়।
পানি ছাড়ার আগে কাপ্তাই হ্রদে পানি ছিল ১০৮ দশমিক ৫ ফুট। ১০৮ ফুট উচ্চতা কাপ্তাই হ্রদের পানির বিপৎসীমা হিসেবে নির্ধারণ করা হয়। কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ ফুট পর্যন্ত।
এদিকে কর্ণফুলী জলবিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ৫টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন সচল থাকায় এর মাধ্যমে আরও ৩২ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
আরও পড়ুন
- নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের নির্যাতনের শিকার বিএনপি কর্মী ইব্রাহিম এখন সুস্থতার পথে
- দেশজুড়ে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- আওয়ামী লীগের ব্যাপারে নমনীয় হতে শুরু করেছে সরকার : ইলিয়াস
- খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৩
- গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে বাসায় আগুন, বাবার মৃত্যু, মা-ছেলে দগ্ধ
- ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভূমিধসের শঙ্কা
- ফরিদগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- উপকূলীয় এলাকায় ঝোড়ের আশঙ্কা, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত