দেশজুড়ে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ১২:১৪ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ১২:১৪ পিএম

দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের অদূরে উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে লঘুচাপ আকারে উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটা পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
এদিকে আগামীকাল শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী চারদিন এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময় তাপমাত্রা কখনো কমবে আবার কখনো বাড়তে পারে।
এ ছাড়া আগামী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি আভাস দিয়েছে।
আরও পড়ুন
- নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের নির্যাতনের শিকার বিএনপি কর্মী ইব্রাহিম এখন সুস্থতার পথে
- আওয়ামী লীগের ব্যাপারে নমনীয় হতে শুরু করেছে সরকার : ইলিয়াস
- খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৩
- গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে বাসায় আগুন, বাবার মৃত্যু, মা-ছেলে দগ্ধ
- ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভূমিধসের শঙ্কা
- ফরিদগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- উপকূলীয় এলাকায় ঝোড়ের আশঙ্কা, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত
- অবশেষে আগামীকাল উদ্বোধন হচ্ছে তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতু