দেশের বিভিন্ন স্থানে আজও বজ্রবৃষ্টির সম্ভাবনা
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪১ এএম | আপডেট: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪১ এএম

দেশের সব বিভাগের বিভিন্ন স্থানে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। এ ছাড়া কোথাও কোথাও অতিভারি বর্ষণ হতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে।
আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার সকাল ৯টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, তেলেঙ্গানা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
এদিকে গতকাল রবিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ১১৫ মিলিমিটার।
আরও পড়ুন
- অতি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪টি গেট
- স্মরণকালের সর্বোচ্চ সংখ্যক দর্শকদের উপস্থিতিতে সম্পন্ন সূচনা কালিহাতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
- ২৪ ঘন্টার মধ্যে সারাদেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস
- টানা তৃতীয় দিনের অবরোধে ঢাকার সাথে ২১ জেলার যান চলাচল বন্ধ
- দেশজুড়ে বৃষ্টির আভাস, থাকছে ভারী বর্ষণের শঙ্কা
- গভীর রাতে কাদের সিদ্দিকীর বাসায় হামলা-ভাংচুর
- নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের নির্যাতনের শিকার বিএনপি কর্মী ইব্রাহিম এখন সুস্থতার পথে
- দেশজুড়ে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস