1. »
  2. সমগ্র দেশ

আগামী ২৪ ঘন্টায় দেশজুড়ে বজ্রসহ ভারী বর্ষণের শঙ্কা

বুধবার, ১ অক্টোবর, ২০২৫ ১১:০৩ এএম | আপডেট: বুধবার, ১ অক্টোবর, ২০২৫ ১১:০৩ এএম

আগামী ২৪ ঘন্টায় দেশজুড়ে বজ্রসহ ভারী বর্ষণের শঙ্কা

দক্ষিণ বঙ্গোপসাগরে আজ বুধবার (১ অক্টোবর) একটি শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের আট বিভাগের বিভিন্ন জেলার ওপর বজ্রসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে বলে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার সকাল ৮টার দিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানান।

পোস্টে তিনি লেখেন, নিম্নলিখিত জেলাগুলোর ওপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, নড়াইল, মাগুরা জেলার ওপর ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
দক্ষিণ বঙ্গোপসাগরে আজ বুধবার (১ অক্টোবর) একটি শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের আট বিভাগের বিভিন্ন জেলার ওপর বজ্রসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে বলে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৮টার দিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানান।

পোস্টে তিনি লেখেন, নিম্নলিখিত জেলাগুলোর ওপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, নড়াইল, মাগুরা জেলার ওপর ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।