গাজীপুরে ডাম্পট্রাক চাপায় সড়কে ঝরল তিন প্রাণ
বিডি প্রেস ডেস্ক রিপোর্ট শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ ০২:৫১ পিএম | আপডেট: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ ০২:৫১ পিএম
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ডাম্পট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছেন। এতে ঘটনাস্থলেই আহত হয়েছেন আরও দুজন।
আজ শুক্রবার (৩ অক্টোবর) সকালে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া চত্বর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- নরসিংদীর মনোহরদীর দশদোনা এলাকার নুরুল হকের ছেলে অলিউল্লাহ (৪০), ময়মনসিংহ তারাকান্দা উপজেলার পাগলিপুর এলাকার মৃত শুক্কুর মাহমুদের ছেলে আবু তালেব (২৭) ও সিরাজগঞ্জের হাফিজুর রহমানের ছেলে তামিম (৪)।
অপর দিকে আহতরা হলেন- তামিমের বাবা হাফিজুর রহমান (৪০), মা ছালমা বেগম (৩৫)। তারা সফিপুর থেকে অটোরিকশায় করে নরসিংদী যাচ্ছিলেন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুল কবির নকিব জানান, ঘটনাস্থলে দুজন মারা গেছেন। আহত তিনজনকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, সেখান থেকে পরবর্তীকালে আহত তামিমকে গাজীপুরের শ্রীপুরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত ডাম্পট্রাক ও অটোরিকশা জব্দ করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন
- ‘সেফ এক্সিটের তালিকা করলে সবার উপরে থাকবে আসিফ মাহমুদের নাম’ : মাসুদ কামাল
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় হেফাজত নেতার মৃত্যুতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট সৃষ্টি
- সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা
- “সবার আগে বাংলাদেশ” স্লোগানে রক্তস্পন্দন ওয়েবপেজের উদ্বোধন
- খাগড়াছড়িতে সেই মারমা শিক্ষার্থীর শরীরে ধর্ষণের কোনো আলামত পায়নি মেডিকেল বোর্ড
- টানা ছুটিতে বিশেষ ট্রেন চালু, চলবে ৪ অক্টোবর পর্যন্ত
- আগামী ২৪ ঘন্টায় দেশজুড়ে বজ্রসহ ভারী বর্ষণের শঙ্কা
- অবশেষে খাগড়াছড়িতে সড়ক অবরোধ স্থগিত