ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ
রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ১০:৪৯ এএম | আপডেট: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ১০:৪৯ এএম

শ্রমিক গ্রেপ্তার ও বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহের চার জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। অনির্দিষ্টকালের এ ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যাত্রীরা আগে থেকে টিকিট কেটে রাখলেও বাস না চলায় বিকল্প ব্যবস্থা খুঁজছেন। অনেকেই ভোরে বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
আজ রবিবার (১২ অক্টোবর) ভোর ৬টা থেকে বন্ধ রয়েছে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী শেরপুর, জামালপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জসহ পাঁচ জেলার বাসও।
পুলিশ জানায়, হালুয়াঘাটের জুলাইযোদ্ধা আবু রায়হান শুক্রবার রাতে বাসে ওঠার সময় পরিবহন শ্রমিক অরুণ ঝন্টুর শরীরে ধাক্কা লাগে। এ ঘটনায় নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দিয়ে রায়হান একাধিকবার দুঃখ প্রকাশ করার পরেও অরুণ ঝন্টু তার প্রতি অশালীন আচরণ ও কটূক্তি করে বাস থেকে নামিয়ে দেন।
এরপর রাত ৯টা থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকার ঢাকা বাসস্ট্যান্ডের ইউনাইটেড সার্ভিসের কাউন্টারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ইউনাইটেড পরিবহনের শ্রমিক অরুণ ঝন্টুকে আটক করে পুলিশ।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম জানান, বাস চলাচল বন্ধের এই সিদ্ধান্ত জেলা মালিক সমিতির। যতক্ষণ পর্যন্ত আটক শ্রমিক ও চলাচলে নিষিদ্ধ করা বাস এর উপর হতে নিষেধাজ্ঞা বাতিল করা না হবে এ কর্মসূচি চলবে।
আরও পড়ুন
- রাকসু নির্বাচন ঘিরে ২ হাজার পুলিশ ও ১৮ প্লাটুন র্যাব-বিজিবি মোতায়েন
- ‘সেফ এক্সিটের তালিকা করলে সবার উপরে থাকবে আসিফ মাহমুদের নাম’ : মাসুদ কামাল
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় হেফাজত নেতার মৃত্যুতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট সৃষ্টি
- সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা
- গাজীপুরে ডাম্পট্রাক চাপায় সড়কে ঝরল তিন প্রাণ
- “সবার আগে বাংলাদেশ” স্লোগানে রক্তস্পন্দন ওয়েবপেজের উদ্বোধন
- খাগড়াছড়িতে সেই মারমা শিক্ষার্থীর শরীরে ধর্ষণের কোনো আলামত পায়নি মেডিকেল বোর্ড
- টানা ছুটিতে বিশেষ ট্রেন চালু, চলবে ৪ অক্টোবর পর্যন্ত