1. »
  2. সমগ্র দেশ

ময়মনসিংহে বাসে আগুন, চালকের মৃত্যু

মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ০৬:২৩ পিএম | আপডেট: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ০৬:২৩ পিএম

ময়মনসিংহে বাসে আগুন, চালকের মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আগুনে পুড়ে বাসে ঘুমন্ত চালকের মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ হয়েছেন আরো দু’জন।

গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে পৌরসভার ভালুকজান নামক স্থা‌নে এ ঘটনা ঘটে।

নিহত বাসচালক জুলহাস মিয়া (৩৫) একই উপজেলার কৈয়ারচালা গ্রামের সাজু মিয়ার ছেলে।

অপর দগ্ধরা হলেন বা‌সের যাত্রী মো: শাহিদ ইসলাম বাদশা (২০) ও তার মা শারমিন সুলতানা রুমকি। ফুলবা‌ড়িয়া উপ‌জেলার চকরাধাকানাই গ্রা‌মের বাবুল হোসেনের ছেলে বাদশা ও তার মা ওই বা‌সে ঢাকা থে‌কে ফির‌ছি‌লেন। ভোর হওয়ার জন্য তারা বাসেই অবস্থান করছিলেন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, ভালুকজান এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে আলম এশিয়া পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন জুলহাস মিয়া।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান জানান, আওয়ামী লীগ লীগের নেতাকর্মীরা সোমবার রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া উপজেলা সদরের ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহন নামের একটি বাসে আগুন দেয়। বাসটি পুড়ে যায়। এ সময় বাসে থাকা চালক জুলহাস মিয়া ঘটনাস্থলেই পুড়ে মারা যান।

ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইনস্পেক্টর ইয়াসিন ইকবাল বলেন, ‘রাত সোয়া ৩টার দিকে খবর পাই যে ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লেগেছে। সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর তল্লাশি চালিয়ে সিট থেকে পুড়ে যাওয়া এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, লাশ উদ্ধার করে থানা ক্যাম্পাসে আনা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

জেলা পু‌লি‌শের প্রেস নো‌টে জানা‌নো হয়, ঢাকা হতে আগত আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসটি ফুলবাড়িয়া ভালুকজান পেট্রোল পাম্পের বিপরীত পাশে মূল সড়কে তেল নেয়ার জন্য পার্কিং করে রাখা হয়। রাত সোয়া ৩টার দি‌কে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা হঠাৎ বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।