ঢাকা লকডাউন’ কর্মসূচিতে গণপরিবহন চলবে : মালিক সমিতি
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ ১১:০২ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ ১১:০২ এএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিনে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও সড়কে গণপরিবহন চলবে। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে যাতে কোথাও কোনো বাসে অগ্নিকাণ্ড না ঘটে, সে জন্য পরিবহন মালিকসহ প্রতিটি বাস টার্মিনালের সংশ্লিষ্টদের সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বাসগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির এই নেতা বলেন, গত সোমবার (১০ নভেম্বর) রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আরো দুজন শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বুধবার ঢাকাসহ দেশের সব বাস টার্মিনালে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পরিবহন শ্রমিকরা।
আরও পড়ুন
- ঢাকা ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- রাজধানীতে জনসম্মুখে গুলি করে হত্যা, দুই শ্যুটারসহ গ্রেপ্তার ৫
- রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকায় বিজিবি মোতায়েন
- রাজধানীতে ফের ৩ বাসে আগুন
- ময়মনসিংহে বাসে আগুন, চালকের মৃত্যু
- কুমিল্লায় ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
- ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে চালকের মৃত্যু
- পুরান ঢাকায় একজনকে গুলি করে হত্যা