পাঁচ ঘন্টা পর নিয়ন্ত্রণে কড়াইল বস্তির আগুন, গৃহহীন শত শত মানুষ
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ ১১:১২ এএম | আপডেট: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ ১১:১২ এএম
রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন প্রায় পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়েছিল এবং রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করে রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে, বস্তির ঘিঞ্জি এলাকা এবং ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে কর্মীদের ব্যাপক বেগ পেতে হয়।
ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট টানা পাঁচ ঘণ্টার চেষ্টায় ভয়াবহ সে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই পুড়ে ভস্ম দেড় হাজার কাঁচা ঘর। ফলে একমাত্র মাথা গোজার ঠাঁই হারিয়ে শত শত হতদরিদ্র মানুষকে গতকাল থেকে থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, দেড় হাজার পরিবার হারিয়েছে তাদের মাথা গোজার ঠাঁই। সবার বুকজুড়ে এখন হাহাকার। পুনর্বাসন হওয়া পর্যন্ত কোথায় তাদের ঠিকানা? দিন যেমন তেমন, রাত নামলে ক্ষতিগ্রস্ত দেড় হাজার পরিবারের সদস্যরা ঘুমাবে কোথায়, এই প্রশ্নের উত্তর জানা নেই কারোই।
প্রধান উপদেষ্টা বলেন, ‘কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে যেসব পরিবার গৃহহীন হয়ে পড়েছেন, তাদের দুঃখ-কষ্ট আমাদের সকলের বেদনার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।’ পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেন।
প্রসঙ্গত, প্রতি বছরই কড়াইল বস্তিতে আগুন লাগে। এসব কি নিছক দুর্ঘটনা, নাকি নেপথ্যে রয়েছে অন্য কারণ, এ নিয়ে জনমনে নানা প্রশ্ন। বস্তিবাসীদের উচ্ছেদে এমন ঘটনা ইচ্ছাকৃতই বারবার ঘটানো হয় কি না, ওঠে এমন প্রশ্নও। কিন্তু বস্তির আগুনে পোড়া ঘরগুলোর মতো এই প্রশ্নও একসময় ছাই হয়ে মাটিতে মিশে যায়, উত্তর মেলে না।
আরও পড়ুন
- কুড়িগ্রামে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষ, ৩ জন নিহত
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
- শাহবাগে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে আগুন
- ভূমিকম্পের পর ঢাকায় ৩০০টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত
- ছোট ছোট কম্পন বড় ভূমিকম্পের ইঙ্গিত!
- তারেক রহমানের জন্মদিনে 'রক্তস্পন্দনের' বৃদ্ধাশ্রমে চিকিৎসা সহায়তা প্রদান
- ভয়াবহ ভূমিকম্পে রাজধানীতে ৩ জনের মৃত্যু, আহত শতাধিক
- হাসিনার রায় ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার