1. »
  2. সমগ্র দেশ
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

রাজধানীতে লাখো মানুষের ঢল

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৬ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৯ এএম

রাজধানীতে লাখো মানুষের ঢল

আজ দেশে ফিরছেন তারেক রহমান। ইতোমধ্যে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে BG 202 ফ্লাইটে সিলেট বিমানবন্দরে সকাল ৯টা ৫৬ মিনিটে অবতরণ করেছে। আনুমানিক দুপুর ১২টায় ঢাকা বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের কথা রয়েছে। তাঁর আগমন ঘিরে রাজধানী ঢাকায় লাখো মানুষের ঢল নেমেছে।

সরেজমিনে দেখা যায়, আজ বৃহস্পতিবার ভোর থেকেই ৩০০ ফিটের দিকে গুটিগুটি পায়ে হেঁটে আসছেন। সময় যত বাড়তে থাকে জনগণের উপস্থিতি তত বাড়তে থাকে। ভোরের দিকে যানবাহনে করে রাজধানীর মহাখালী, উত্তরা, গাবতলী, গুলিস্থানসহ প্রবেশ পথগুলোতে যানবাহনে করে ঢাকায় স্বতঃস্ফূর্তভাবে প্রবেশ করা গেলেও সকাল ৮-৯টা নাগাদ গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে মানুষ গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে পূর্বাচল ও বিমানবন্দরের দিকে রওনা দেন।

এছাড়া দিনটিকে উপলক্ষ্য করে কয়েকদিন ধরেই অনেকে ঢাকায় অবস্থান করছেন। গতকাল থেকেই রাজধানীর ৩০০ ফিট এলাকায় হাজার হাজার মানুষ অবস্থান করছেন। এর মধ্যে নারী-শিশুও রয়েছেন।  

গতকাল রাত থেকেই রাজধানীর সব প্রবেশ পথগুলোতে যানজট দেখা যায়। হাজার হাজার যানবাহনে দেশের সব প্রান্ত থেকে বিএনপির সমর্থকসহ সাধারণ মানুষ তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া উদ্দেশে ঢাকামুখী হন।