1. »
  2. সমগ্র দেশ

চার দফা ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন ইনকিলাব মঞ্চ

সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৪ এএম | আপডেট: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৪ এএম

চার দফা ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন ইনকিলাব মঞ্চ

চার দফা দাবি ঘোষণা করে শাহবাগ মোড় ত্যাগ করেছে ইনকিলাব মঞ্চ। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরোধ করেন। অবরোধের কারণে শাহবাগ মোড়ে যান চলাচল ব্যাহত হলেও সংযোগ সড়কের লেন খোলা থাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়নি।

এর আগে শনিবার রাতে আবদুল্লাহ আল জাবের হাদির হত্যার বিচারের দাবিতে দেশের ৮টি বিভাগীয় শহরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।

উল্লেখ্য, শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড়ে হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল।

রবিবার শাহবাগের অবরোধ কর্মসূচি রাত সাড়ে ৯টা পর্যন্ত চলমান ছিল। এরপর তারা চার দফা দাবি তুলে ধরে আজকের মতো কর্মসূচি শেষ করে। 

ইনকিলাব মঞ্চের ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে— খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনে সহায়তাকারী, পলায়নে সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করা; বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করা; ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিকে ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা;  সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা।

সমাবেশে বক্তারা বলেন, এসব দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। দাবি আদায়ের লক্ষে রাজপথে আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন তারা।

চার দফা ঘোষণা শেষে সমাবেশ সমাপ্ত করে শাহবাগ মোড় ত্যাগ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এরপর ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করে শাহবাগ এলাকা। আন্দোলনকারীরা সরে যাওয়ায় কিছু সময়ের মধ্যেই শাহবাগ মোড়ে যানচলাচল স্বাভাবিক হয়ে আসতে শুরু করে।