তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের ফার্মগেটে সড়ক অবরোধ, তীব্র যানজট
রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬ ১২:৩৭ পিএম | আপডেট: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬ ১২:৩৭ পিএম
রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রানা হত্যার বিচার দাবিতে ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেছেন কলেজটির শিক্ষার্থীরা। এতে ফার্মগেটসহ আশপাশের একাধিক গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
রোববার সকালে এই অবরোধ শুরু হলে অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে কয়েক'শ শিক্ষার্থী ফার্মগেট মোড় ও আশপাশের সড়কে অবস্থান নেন। স্লোগান দিতে দিতে শিক্ষার্থীরা সড়কে বসে পড়লে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
অবরোধের ফলে ফার্মগেট, কারওয়ান বাজার, তেজগাঁও, পান্থপথসহ আশপাশের এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
ঘটনাস্থলে আটকে পড়া দৈনিক ডিজিটালের সাংবাদিক জাকির হোসেন বলেন, বাসা থেকে অফিসে যাওয়ার পথে কারওয়ান বাজার এলাকায় এসে আটকে যাই। বিক্ষোভকারীরা সামনে এগোতে দেয়নি। প্রায় দুই ঘণ্টা বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এমনকি অ্যাম্বুলেন্সও চলাচল করতে পারেনি। অনেকেই বাধ্য হয়ে গণপরিবহণ ছেড়ে হেঁটে রওনা দেন।
পুলিশ জানায়, গত বছরের ডিসেম্বরে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। আহত হওয়ার চার দিন পর, ১০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনার বিচার দাবিতে শিক্ষার্থীরা এর আগেও সড়কে নেমেছিলেন। আজ পুনরায় তারা অবরোধে নামেন।
আরও পড়ুন
- আলোচিত হবিগঞ্জ বৈছাআ নেতার জামিন
- জানাজায় নিহত জুলাই যোদ্ধার বাবার পরিবারের পাশে তারেক রহমান
- সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ
- চার দফা ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন ইনকিলাব মঞ্চ
- দেশের আট বিভাগে অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের
- মৌলভীবাজার দুর্বৃত্তদের হামলায় দুই ভাই নিহত
- রাজধানীতে জেঁকে বসেছে শীত
- ৫০ কোটি টাকা চাঁদাবাজি, আলোচিত ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেপ্তার